- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৩
ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুক-গুলিসহ ৬ ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক►
ফুলছড়ির দুর্গম চরে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ড্যাগার উদ্ধার করা হয়।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) কামাল হোসেন আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার কার্যালয়ে প্রেস কনফারেন্সে এসব তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- আলমগীর শেখ (৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আব্দুল মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮), এবং রহমত আলী। তাদের প্রত্যেকেরই বাড়ি ফুলছড়ি উপজেলায়। তাদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
প্রেস কনফারেন্সে এসপি জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ী গ্রামের বাংলা বাজারে অস্ত্র-গুলিসহ নৌযানে ডাকাতির প্রস্তুতি চলছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ। এ সময় আসামি আলমগীর শেখকে ৫ রাউন্ড তাজা গুলি ও একটি দেশীয় বন্দুকসহ, মাসুম শেখকে একটি ড্যাগার ও হাসান আলী শেখকে আরেকটি ড্যাগারসহ এবং তারা মিয়া, আব্দুল মালেক ও রহমত আলীসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। পালিয়ে যায় আরও ৩-৪ জন ডাকাত।
এসপি কামাল হোসেন আরও জানান, আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। আসামীদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির আলাদা ২টি মামলা রুজু করা হয়েছে।
প্রেস কনফারেন্সে অন্যান্যের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান সরকার, ডিবি পুলিশ পরিদর্শক মো. বদরুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।