- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-৫-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৪
ফুলছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির দেওয়ার প্রতিবাদে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশ^নী কুমার বর্মন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাবেক কোষাধ্যক্ষ গোলাম হোসেন কদ্দুস, উদাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহদী মাসুদ পলাশ, আওয়ামীলীগ নেতা রাজা মিয়া, যুবলীগ নেতা মজনুর রশিদ প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রীকে হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে অতি দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।