• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৬

পীরগঞ্জ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত



 পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ►

রংপুরের পীরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পীরগঞ্জ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ এ কর্মসুচি গ্রহন করে। দুপুরে উপজেলার অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামিলীগ এর সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের আহবায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল, বিশেষ অতিথি যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, সঞ্চালনায় ছিলেন পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের  সম্পাদক তাজিমুল ইসলাম শামীম। উপজেলার আওয়ামী লীগ ওঅংগ সংগঠনের নেতাকমীরা এতে উপস্থিত  ছিলেন। এর আগে এক বর্নাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন করে।