• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১২-২০২২, সময়ঃ বিকাল ০৫:০৫

পীরগঞ্জে নাবী পদ্ধতীতে উফসি পাট চাষীদের মাঠ দিবস অনুষ্ঠিত



পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ►

রংপুরের পীরগঞ্জে নাবী পদ্ধতিতে উচ্চ ফলনশীল বিজেআরআই তোষা পাট-৮ (রবি-১) ও কেনাফ বীজ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলার গঙ্গারামপুরে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় পাটচাষী মোনোয়ার হোসেন মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পরিচালক ড. নার্গীস আক্তার বিশেষ অতিথি ছিলেন,জুট ফার্মিং সিস্টেমস বিভাগ,বিজেআরআই মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নাসির উদ্দিন, রংপুর পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আবু ছালেহ মোহাম্মদ ইয়াহীয়া, পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল ফজল মোল্লা ও উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান জামান সরকার প্রমুখ।