- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৯-১-২০২৩, সময়ঃ রাত ০৮:১২
পার্বতীপুরে ট্রেন ও ট্রাক্টরের ধাক্কায় নিহত ২
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় হৃদয় শাহ (২৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার জাকেরগঞ্জ এলাকার পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চালক হৃদয় শাহ মোটর সাইকেল যোগে শহরের উদ্দেশ্যে আসার পথে রেল লাইন অতিক্রম করছিলো। এসময় পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী রুপসা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে চালকসহ মোটর সাইকেল ছিটকে পাশের ডোবায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হৃদয় শাহ নীলফামারী জেলার সদর উপজেলার ঘাটেরপাড় গ্রামের মোকছেদুল হকের ছেলে।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক শাওন জানান, খবর পেয়ে পার্বতীপুর থানা পুলিশের সহযোগীতায় লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে রবিবার রাত ৯টায় যশাই মোড় বটতলায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল হাই (৪২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। নিহতের বাড়ি চিরিররবন্দর উপজেলার হাজীর মোড় নামক স্থানে। পার্বতীপুর মডেল থানার এস আই মিতুল বিষয়টি নিশ্চিত করেন।