- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-১২-২০২২, সময়ঃ বিকাল ০৪:১৬
পার্বতীপুরে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
পার্বতীপুর প্রতিনিধি ►
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী” এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে আনসার ভিডিপি কমান্ডের আয়োজনে পার্বতীপুর উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়। গোটা উপজেলার ৮ হাজার সদস্যদের মধ্যে দু’শ পুরুষ ও মহিলা সদস্যরা সমাবেশটিতে প্রতিনিধিত্য করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট হাছান আলী। প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু প্রমূখ। সমাবেশে পার্বতীপুর উপজেলার দশ ইউনিয়নের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাসিম হাসান। অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।