• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-৯-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩২

পলাশবাড়ীতে স্কুল মিল্ক কর্মসূচি পাইলট প্রকল্প পরিদর্শন



পলাশবাড়ী পৌর প্রতিনিধি►

মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের মেধা বিকাশে নিয়মিত দুধ খেলে পুষ্টি চাহিদা পুরন ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি যাতে করে। পুষ্টিকর খাদ্য চাহিদা পুরনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অধীনে পলাশবাড়ী উপজেলার কুমেদপুর ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে দুধ পান করানো স্কুল মিল্ক কর্মসূচি পাইলট প্রকল্প পরিদর্শন করা হয়েছে।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার প্রত্যন্ত পল্লী এলাকার কুমেদপুর ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক কর্মসুচি পাইলট প্রকল্প পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিভাগের কৃত্রিম টেকনিশিয়ান মোস্তাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাবনী আফরিন প্রমুখ।

পরিদর্শনকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাব হোসেনকে উপস্থিত প্রথম শ্রেনির শিক্ষার্থী আবু বক্কর, দ্বিতীয় শ্রেনির ওয়াসিমা আক্তার, তৃতীয় শ্রেনির মারুফা আক্তার, চতুর্থ শ্রেনির মরিয়ম আক্তার, পঞ্চম শ্রেনির ছাত্রী তাসনিম খন্দকার জানান, পুষ্টিকর দুধ খেয়ে আমাদের আগের চেয়ে শারীরিক শক্তি পাচ্ছি এবং লেখাপড়া করতে অনেক সুন্দর লাগছে। এখন আমাদের খুব ভালো লাগে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের স্কুল মিল্ক কর্মসুচি পাইলট প্রকল্পের অধীনে পলাশবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলার কুমেদপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জুনিয়র প্রাক, প্রাক প্রাথমিক, প্রথম শ্রেনি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত শিশু শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে পুষ্টিকর দুগ্ধজাত দুধ বিনামূল্যে প্রতিদিন ২০০ মিলি লিটার ২০০ জন শিক্ষার্থীকে দুধ পান করানো হচ্ছে।