- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১১-২০২২, সময়ঃ বিকাল ০৫:০৬
পলাশবাড়ীতে বাসুদেপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ সড়কের উন্নয়নের কাজের উদ্বোধন করেন
নিজস্ব প্রতিবেদক ►
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধিনে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যায়ে আজ রবিবার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ সড়কের উন্নয়নের কাজের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এ সময় বাসুদেপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ এর সভাপতি খাজা নাজিমউদ্দিন প্রধান, অধ্যক্ষ একেএম আব্দুর নুর, বরিশাল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুর ইসলাম, আ.লীগ নেতা আজাদুল ইসলামসহ স্থানীয় আ.লীগ , কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি বলেন বর্তমান সরকারের আমলে দেশে খাদ্য উৎপাদন থেকে শুরু করে সব ক্ষেত্রে যথেষ্ঠ সাফল্য অর্জন করেছে। এ ক্ষেত্রে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কিটনাশকসহ বিশেষ প্রনোদনা দেয়া হয়েছে।