- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৮
পদত্যাগের ঘোষণা দিলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
মাধুকর ডেস্ক►
অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৭০ বছর বয়সী কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তার ছেলে হুন মানেত।
আজ বুধবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, এদিন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন এক বক্তৃতায় বলেছেন, তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন এবং আগামী ১০ আগস্ট নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন তার ছেলে হুন মানেত।
তিনি বলেন, আমি ক্ষমতাসীন দলের প্রধান এবং জাতীয় পরিষদের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাব।
প্রায় ৪০ বছর ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া শাসন করছেন হুন সেন। চলতি সপ্তাহে কম্বোডিয়ায় সাধারণ নির্বাচনে তার দল ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়।
কারণ, দেশটির শক্তিশালী কোনো বিরোধী দল এই নির্বাচনে অংশ নেয়নি। সমালোচকরা এই নির্বাচনকে প্রতারণামূলক হিসেবে আখ্যা দিয়েছেন। এ ছাড়া দেশটিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার অভিযোগে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।