• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:২৮

নলডাঙ্গায় ব্রাক ব্যাংক এজেন্ট শাখার শুভ-উদ্বোধন



নলডাঙ্গা প্রতিনিধি ►

নলডাঙ্গায় ব্রাক ব্যাংক এজেন্ট শাখার শুভ উদ্বোধন হয়েছে। আজ এ উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোবাশ্বের হাসান টিটুর সভাপতিত্বে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা এরিয়া বিডিএম মোঃ শাহজাহান আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গার সাবেক চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম নয়ন, আওয়ামী যুবলীগ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহরিয়ার ইসলাম রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী হারুন-উর রশিদ ও কামরুজ্জামান কামরুল, চামেলী আখতার, এজেন্ট রিলেশনশিপ এক্সিকিউটিভ, মোঃ রুমন সরকার, এজেন্ট রিলেশনশিপ এক্সিকিউটিভ, মোঃ আব্দুর রাজ্জাক, এজেন্ট রিলেশনশিপ অফিসার এবং এজেন্ট মোঃ আনোয়ার হোসেনসহ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন। 

আলোচনা শেষে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোবাশ্বের হাসান টিটু এজেন্ট ব্যাংক শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।