• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-১১-২০২২, সময়ঃ দুপুর ০২:৪৩

নওগাঁ চেম্বারে মুজিব কর্ণারের উদ্বোধন



নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁ চেম্বার অব কর্মাস ভবনে মুজিব কর্ণারের উদ্বোধন করা হয়েছে। শনিবার চেম্বার ভবনের তৃতীয় তলায় প্রধান অতিথি হিসেবে মুজিব কর্ণারের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

নওগাঁ চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই-এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহিম, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, চেম্বারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় প্রধান অতিথি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সমাজের সকল স্থানে পৌছে দেওয়ার লক্ষ্যে আজ এই সুসজ্জিত মুজিব কর্ণারের উদ্বোধন করা হলো। যারা এই মুজিব কর্ণার একবারের জন্য হলেও দর্শন করবেন তাদের মনে অবশ্যই মুজিবের আদর্শের কিছুটা হলেও পরশ লাগবে। তাই দেশের এই উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে অবশ্যই মুজিব আদর্শে নিজেদেরকে এবং আগামী প্রজন্মকে গড়ে তোলার কোন বিকল্প নেই।