• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-১২-২০২২, সময়ঃ দুপুর ০২:৪৩

নওগাঁয় যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত 



নওগাঁ প্রতিনিধি ►

নওগাঁয় ব্র্যাকের আয়োজনে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচি অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। 

ব্র্যাক জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান (পিএএ)। নীতি নির্ধারকদের পক্ষ হতে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) এসএম জাকির হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নুর মোহাম্মাদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মাদ জাবেদ ইকবাল, কিশোর-কিশোরীদের প্রতিনিধি প্রমূখ। 

কর্মশালার উদ্দেশ্য এবং প্রকল্প বিষয়ে উপস্থাপন করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার মো: আব্দুল হালিম। এসময় ব্র্যাকের অন্যান্য কর্মসূচির কর্মকর্তাসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।