• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৬

ধাপেরহাট কৃষকদলের সভাপতির সংবাদ সম্মেলন



ধাপেরহাট প্রতিনিধি ►

বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) ও শহীদ জিয়ার সৈনিক সাদুল্লাপুর উপজেলা ধাপেরহাট ইউনিয়ন শাখার কৃষকদলের সভাপতি আব্দুল কুদ্দুছ পচার নাম আওয়ামী-যুবলীগের কমিটিতে অর্ন্তভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

আজ মঙ্গলবার বিকালে ধাপেরহাট প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল কুদ্দুছ পচা। তিনি বলেন ২০০২ সাল থেকে শহীদ জিয়ার সৈনিক হিসাবে দলীয় কর্মকান্ডে অংশ গ্রহণ করে আসছি। রাজনৈতিক ভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য আমার অজান্তে কে বা কাহারা ২০১৫ সালে আওয়ামী যুবলীগের কমিটিতে অর্থ সম্পাদক হিসাবে নাম অর্ন্তভুক্ত করেছেন। এই হীনচক্রান্তের  সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ  জানাচ্ছি। 

এসময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা জিয়া পরিষদের যুগ্নআহবায়ক মাসুদ প্রামানিক, সাদুল্লাপুর উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আল মামুন মিঠু, উপজেলা কৃষকদলের সদস্য আমিনুল ইসলাম, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ শেখ, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ: সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।