• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৯-২০২৩, সময়ঃ রাত ০৭:১১

ধাপেরহাটে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন



ধাপেরহাট প্রতিনিধি►

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাহাদত হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি শফিকুল ইসলাম সাগরের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী মিঠু মন্ডল, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও হিংগারপাড়া স্কুল এন্ড  কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকার, সহ- সভাপতি, আবতাবুজ্জামান রোমান, আওয়ামী সেচ্ছাসেব লীগের সভাপতি শরিফুল ইসলাম প্রামাণিক, সাধারণ সম্পাদক, গনেশ সাহা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি উজ্জল সাহা, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি, জিয়াউর রহমান জিয়া,সাধারণ সম্পাদক হাফিজার রহমান, ইউপি সচিব ইউনুছ আলী, সংরক্ষিত মহিলা সদস্য, লাভলী বেগম,রওশনারা বেগম, ইউপি সদস্য, ইউনুস আলী, আবু তালেব, আব্দুর  রাজ্জাক,জিল্লুর রহমান,আশাদুল ইসলাম,জয়নাল সরকার, একারমুল হক, ফিরোজ কবিরসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মী, অত্র ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশরা।