• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৯-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৫০

দিনাজপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টি, রাস্তায় জলাবদ্ধতা



সুলতান মাহমুদ, দিনাজপুর►

দুইদিন দিনাজপুরে টানা ভাবী বর্ষণে দেশের সর্বোচ্চ ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। 

আজ (শুক্রবার, ২৭ সেপ্টেম্বর) দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত ১৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

তিনি আরো বলেন গত বৃহস্পতিবার থেকে দিনাজপুরেও বৃষ্টি বাদ শুরু হয়েছে আজকে শুক্রবারও সারাদিন অঝরে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির ফলে দিনাজপুর শহরের বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

অটোচালক আব্দুর রহিম বলেন, গত বৃহস্পতিবার থেকে দিনাজপুরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করে অটোরিকশা নিয়ে বের হয়েছিলাম। আজকে ১০০ টাকা ভাড়া মেরেছি। ফলে পরিবার নিয়ে অনেকটাই কষ্টে আছি।

দিনমজুর মোতালেব হোসেন বলেন, শহরের ষষ্ঠী তলায় শ্রম বিক্রি করতে এসেছিলাম আজকে দিন হাজিরা কাজ পায়নি। কাজ না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছি। বাড়িতে চাল নেই আজকে পরিবার-পরিজন নিয়ে অনেকটাই কষ্টের মধ্যে রয়েছে।

পথচারী মকবুল হোসেন বলেন, দিনাজপুর শহরের বেশ কয়েকটি রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে চলাচল করা যাচ্ছে না। অনেক কষ্ট করে বাড়িতে এসেছি। বৃষ্টির কারণে রাস্তাঘাটের বেহাল দশা। বেশিরভাগ রাস্তাগুলো খাল খন্দকে ভরে গিয়েছে। তাই মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকেই।

দিনাজপুর বীরগঞ্জের কৃষক হামিদুল ইসলাম বলেন, গতকালকে থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে ধানের জমি শুকিয়ে গেলেও এই বৃষ্টির পানিতে আমন ধানের ক্ষেত ভরে গিয়েছে। এই বৃষ্টি আমাদের আমন ধানের জন্য অনেক উপকার হয়েছে।

দিনাজপুর পৌরসভার সচিব মাহবুবুর রহমান বলেন, দিনাজপুর শহরের ৭০ শতাংশ রাস্তায় বেহাল দশা। খাল খন্দকে ভরে গিয়েছে চলাচলে একেবারেই অনুপযোগী। ফুটপাতের রাস্তা নেই। অনেক দোকানপাট গুলো নিজেদের জায়গা বাদে রাস্তায় এসে দোকান করছে। ফলে যাতায়াতের রাস্তা সংকলন হয়ে পড়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে বৃষ্টিতে আরো রাস্তার খাল খন্দকে ভরে গিয়েছে। কিছু কিছু রাস্তা আবার পূনঃ সংস্কারের জন্য টেন্ডার করা হয়েছে। আশা করছি বৃষ্টি পাত শেষ হলে রাস্তার কাজ শুরু করা সম্ভব হবে।