• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-১১-২০২২, সময়ঃ দুপুর ০২:২৪

দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার



দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়ন পরিষদের ভবনের পাশের ধানতে থেকে অজ্ঞাত ৫৫ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল দশটার দিকে ধানতে থেকে এই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম মাওলা শা খ লাশ উদ্ধারের সংবাদ নিশ্চিত করে বলেন দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়ন পরিষদের একগ্রাম্য পুলিশের মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি যে শেখপুরা ইউনিয়ন পরিষদ ভবনের পাশের ধানতে ধানেেত অজ্ঞাত লাশ পড়ে আছে।

তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে এসে দিনাজপুর চিরিরবন্দর সড়কের শেখপুরা ইউনিয়ন পরিষদ ভবনের পাশে এক মধ্যবয়স্ক ব্যক্তি লাশ উদ্ধার করা হয়। তবে তার গায়ে কোন কাপড় ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে অজ্ঞাত ব্যক্তিটি মানসিক রোগে আক্রান্ত বলে মনে হচ্ছে। কারণ অনেকেই দেখেছে বলে জানায়, ঘটনাস্থলের পাশেই সে গত ২-৩ দিন আগ থেকে বসেছিল বলে অনেকেই পুলিশকে জানিয়েছে। এই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে দিনাজপুরে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া রয়েছে।