• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-১০-২০২২, সময়ঃ বিকাল ০৪:১০

দিনাজপুরের সংবাদ কর্মী ছাত্র শিক্ষক লেখক ও সংস্কৃতি কর্মীদের মুখোমুখি টিম অপারেশন সুন্দরবন



দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুরে সিনেমাকে বাঁচাতে চাইলে সিনেমা হলে আসতে হবে এর স্লোগান সামনে নিয়ে সংবাদ সম্মেলন ও সুধী সমাবেশ করেছে টিম অপারেশন সুন্দরবন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুরের সংবাদ কর্মী ছাত্র শিক্ষক লেখক ও সাংস্কৃতিক কর্মীদের মুখোমুখি টিম অপারেশন সুন্দরবন।

দিনাজপুর প্রেসকাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন টিম অপারেশন সুন্দরবন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অপারেশন সুন্দরবন সিনেমার পরিচালক দীপঙ্কর দীপন, চিত্রনায়ক জিয়াউল রোশন, অভিনেত্রী সামিনা বাসার প্রমুখ।

সংবাদ সম্মেলনে অপারেশন সুন্দরবন সিনেমার পরিচালক দীপঙ্কর দীপন বলেন, আমাদের দেশের সিনেমা এখন অনেক সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। যা আমাদের সংস্কৃতি কে বহির্বিশ্বে উপস্থাপনা করছে। বর্তমান ডিজিটাল যুগের সিনেমা হল কে বাঁচাতে হলে অবশ্যই আগের মত দর্শকদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে। তবেই আমাদের দেশের সিনেমা আবারও সেই সোনালী দিনে ফিরে আসবে।

তিনি বলেন, “অপারেশন সুন্দরবন“ মূলত র‌্যাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে নির্মিত হয়েছে। একজন মানুষ কিভাবে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ছবিটিতে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। বিশ্ব হেরিটেজের অংশ সুন্দরবন কিভাবে মুক্ত হলো, জীবনের ঝুঁকি নিয়ে র্যাব কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে সে বিষয়গুলি ছবিটিতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। নির্মিত ছবিটি গত ২০ সেপ্টেম্বর/২২ স্বগৌরবে সারাদেশব্যাপী মুক্তি পেয়েছে এবং সিনেমা হল গুলোতে প্রদর্শিত হচ্ছে। এসময় দেশের সুস্থ্যধারার চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে সবাইকে সম্মিলিতভাবে উদ্দ্যোগ নেয়ার আহবান জানান ছবির কলাকৌশলীরা। 
সংবাদ সম্মেলন ও সুধী সমাবেশে এসময় আমন্ত্রিত স্থানীয় সুধীজন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপরে বিকাল ৫টায় দ্বিতীয় ইভেন্ট স্থানীয় গোর এ শহীদ বড় ময়াদানে সিনেমার প্রমোশন এবং ওপেন কনর্সাট, রাত্রী ৮টায় মর্ডান সিনেমা হলে অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের বিশেষ প্রদর্শন অনুষ্ঠিত হবে।