• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-১০-২০২২, সময়ঃ সকাল ১০:১৩

টস হেরে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক ►

নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। তিন পেসার নিয়ে খেলছে টাইগাররা। একাদশে আছেন মুস্তাফিজুর রহমান। 

ব্যাটিং লাইন আপে মেকশিফট ওপেনার থেকে সরে এসেছে বাংলাদেশ। দুই বাঁ-হাতি সৌম্য সরকার ও নাজমুল শান্ত ওপেনিং করবেন। বল হাতে পার্ট টাইম বোলার মোসাদ্দেক ও সৌম্যকে সামলাতে হবে চার ওভার।


সাকিব বলেছেন, ‘আমরা হয়তো অস্ট্রেলিয়ায় একটু দেরিতে এসেছি। কিন্তু নিউজিল্যান্ডে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। পেসররা ভালো করছে, তারা অনেক উন্নতি করেছে। আমার পারফরম্যান্স ছাড়াও দলে আসা তরুণদের কীভাবে নেতৃত্ব দেই সেটাও গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির রাব্বি, নুরুল হাসান, মোসাদ্দেক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। 

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডড, বিক্রমজিৎ সিং, ডি লিডে, কলিন আকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ড, টিম পিঙ্গেল, লরগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড কাসেন, পল ভ্যান মিকিরেন।