• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১০-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:১৪

জেলা পরিষদ চেয়ারম্যান নিবার্চিত আওয়ামী লীগ প্রার্থী আবু বকর সিদ্দিক



নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ) প্রতীকে ৫৮৩ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান আতা (ঘোড়া) মার্কায় ভোট পেয়েছেন ৫২৩টি।

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন-২০২২ ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে গতকাল সোমবার বিকেলে রিটানিং অফিসার মো: অলিউর রহমান চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তলিব প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রার্থীসহ সমর্থকরা।

গাইবান্ধা সদর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ) ৯৬, জাতীয় পার্টির প্রার্থী আতাউর রহমান (ঘোড়া) ৮৬, শরিফুল ইসলাম (হেলিকপ্টার)-০, সুন্দরগঞ্জ উপজেলায় (তালগাছ) ৮৩, (ঘোড়া) ১২৬, (হেলিকপ্টার)-০২, ফুলছড়ি উপজেলায় (তালগাছ) ৫৪, (ঘোড়া) ৩৮, (হেলিকপ্টার)-০১, সাঘাটা উপজেলায় (তালগাছ) ৫৬, (ঘোড়া) ৭৪, (হেলিকপ্টার)-১, সাদুল্লাপুর উপজেলায় (তালগাছ) ৮৮, (ঘোড়া) ৫৫, (হেলিকপ্টার)- ০, পলাশবাড়ী উপজেলায় (তালগাছ) ৬৫, (ঘোড়া) ৫২, (হেলিকপ্টার)-০, গোবিন্দগঞ্জ উপজেলায় (তালগাছ) ১৪১, (ঘোড়া) ৯২, (হেলিকপ্টার)-০ ভোট পেয়েছেন। 

আওয়ামী লীগ প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ) প্রতীকে ৬০ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নিবার্চিত হয়েছেন।