- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-৬-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৭
গোবিন্দগঞ্জে দুরারোগ্যে আক্রান্ত ৩৫ ব্যক্তির মাঝে ১৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসুস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাব ভার্চুয়ালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান।
আজ রবিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় কুমার দেব প্রমূখ। প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ৩৫ জনকে অসুস্থ ব্যক্তির মাঝে মোট ১৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।