- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-১১-২০২২, সময়ঃ বিকাল ০৪:২৮
গোবিন্দগঞ্জে অতিদ্ররিদ্র মানুষের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিদরিদ্র মানুষের জন্য ৪০ কর্মসৃজন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, ই্উপি সচিব আজমল হোসেন, ইউপি সদস্য আলতাফ হোসেন, সাদেকুল ইসলাম, শহিদুল ইসলাম সহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।