• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-২-২০২৪, সময়ঃ রাত ০৭:১৫

গাইবান্ধা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের হাসপাতাল পরিদর্শন ও চিকিৎসকদের সাথে মতবিনিময়



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবীর আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং পরে হাসপাতাল কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় অংশ নেন।

এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মাহবুব হোসেন, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: এসএম তানভির রহমানসহ অন্যান্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন সমস্যাদি নিয়ে চিকিৎসকদের মতামত ধৈর্য্য সহকারে শ্রবণ করেন। তিনি বলেন, হাসপাতালের যেসব সমস্যা তা দুর করে উন্নত চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করার জন্য যা কিছু করণীয় তা সাধ্যমত করা হবে।

পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজ খবর নেন। তিনি নবনির্মিত হাসপাতাল ভবনও পরিদর্শন করেন এবং এই ভবনটি দ্রুত চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন বলে আশ্বাস দেন।