- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-১০-২০২২, সময়ঃ দুপুর ০২:৩৭
গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে সতীর্থদের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে তাঁর সতীর্থরা গতকাল বৃহস্পতিবার ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
স্বাধীনতা উত্তর ১৯৭২ সালের গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রথম ব্যাচের এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে ‘আমরা ক’জনা’ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের বাংলা বাজারস্থ বাসভবনে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ডা. ফেরদৌস হোসেন মঞ্জু, এহতেশাম রফিক, ডা. শফিকুল সেলিম, শংকর, অ্যাড. স্বপন, মুকুল, ওয়াসেক, আমিনুল ও বাবুল। তারা সকলে ছিলেন আবু বকর সিদ্দিকের সহপাঠী বন্ধু।