• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১২-২০২২, সময়ঃ সকাল ১০:১০

গাইবান্ধায় হাড় কাপানো শীত 



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধাতে হাড় কাপানো শীতে কাহিল হয়ে পড়েছে মানুষজন। সকাল থেকে কুয়াশা না থাকলেও হিমেল ঠান্ডা বাতাসে জুবুথুবু জনজীবন। শীত নিবারণের চেষ্ঠায় আগুন জ¦ালিয়ে তাপ নিতে দেখা গেছে মানুষজনকে। 

এদিকে হাড় কাপানো শীত উপো করে গন্তবে ছুটছে মানুষজন। গায়ে চাঁদর, মাথায় মাপলার পেঁচিয়ে শীত থেকে বাঁচার চেষ্ঠা অনেকের। তবে বেশি বিপাকে পড়েছে খেয়ে খাওয়া মানুষ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রী সেলসিয়াস।

কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের জনি মিয়া কাজ করেন শহরের একটি প্রতিষ্ঠানে। তিনি জানান, সকালে বাড়ি থেকে সাইকেল চালিয়ে গাইবান্ধা শহরের কর্মস্থলে আসতে হাত ও পা ঠান্ডায় ছিটকা লেগে যায়। আজকের ঠান্ডাটা শরীরে খুব লাগছে। এর দু‘তিন দিন আগে কুয়াশা ছিলো, কিন্তু এতো ঠান্ডা বাতাস ছিলো না। 

গজারিয়া ইউনিয়নের গলনা চরের কৃষক চান্দু মিয়া বলেন, জমিতে কাজ ছিলো, কিন্তু ঠান্ডার কারণে কাজ করতে পারলাম না। হাত অবস হয়ে যাচ্ছে। তাই জমি থেকে উঠে এলাম। পৌর শহরে রাস্তায় রিকশা নিয়ে বের হলেও যাত্রী পাচ্ছেন না বলে জানান কলেজপাড়া এলাকার রিকশা চালক মজিবর রহমান।