- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-১০-২০২২, সময়ঃ বিকাল ০৩:২১
গাইবান্ধায় শেখ রাসেল দিবস পালন
নিজস্ব প্রতিবেদক ►
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে পৌর পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, পরে পৌর পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কেক কাটা, দিবসের কেন্দ্রীয় মূল অনুষ্ঠান সরাসরি উপভোগ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া প্রিয় শেখ রাসেল বিষয়ে প্রেজেন্টেশন প্রতিযোগিতা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, ব্যাডমিন্টন ও লন টেনিস টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ। জেলা কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।
এছাড়া শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং পৌর পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।