• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১২-২০২২, সময়ঃ সকাল ১১:৩১

গাইবান্ধায় দু‘দিনব্যাপি তথ্য মেলা শুরু



নিজস্ব প্রতিবেদক ►

‘স্বপ্রণোদিত তথ্য প্রকাশ, নিশ্চিত করে সুশাসনের বিকাশ’ এই প্রতিপাদ্যকে সামনে গাইবান্ধায় তথ্য মেলা উপলেক্ষ্য আলোচনা সভা, নাগরিকদের সাথে মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আজ সকালে স্বাধীনতা প্রাঙ্গণে দু‘দিনব্যাপী এই তথ্য মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি গাইবান্ধা শহরে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। মেলায় ৪০ স্টল পরিদর্শন শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। 

জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অথিতির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, পৌর প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, উপাধ্যক্ষ মাজহার-উল-মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা প্রমুখ।  সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। তথ্য মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের ৪০টি স্টল বসানো হয়েছে।