• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-১-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৭

গাইবান্ধায় তারেক জিয়ার প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ জানুয়ারি  শুক্রবার সকাল ১০ টায় গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও কেক কর্তন কর্মসূচি জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের গাইবান্ধা জেলা শাখার সভাপতি  খালিদ হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  তারেক মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক  ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, এ্যাডঃ মঞ্জুর মোর্শেদ বাবু। 

এসময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, গাইবান্ধা সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি  জামিরুল ইসলাম খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা, জেলা প্রজন্ম দলের মনির হোসেন ও জহাঙ্গীর আলম প্রমুখ।