- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৫৩
গাইবান্ধায় গণফোরামের কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক ►
গণফোরাম গাইবান্ধা জেলা কাউন্সিল বুধবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু। সম্মেলন প্রস্তুতি কমিটি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা হাসানের সভাপতিত্বে কাউন্সিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি অধ্যাপক ড: আবু সাইদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সদস্য আনোয়ার ইব্রাহিম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু প্রমুখ।
শেষে মির্জা হাসানকে সভাপতি ও মোস্তাফিজার রহমানকে সাধারণ সম্পাদক ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।