• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৪

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন



নিজস্ব প্রতিবেদক

‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ প্রতিপাদ্যে গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। জেলাপ্রশাসনের আয়োজনে এবংসচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় এ দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার সকালে জেলা প্রশাসকেরকার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুশান্ত কুমার মাহাতো। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভার শুরুতেই টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি কর্তৃক জাতীয় তথ্য বাতায়নের আওতায় গাইবান্ধা জেলার ৭২টি অফিস/দপ্তরের ওয়েব পোর্টাল পরিবীক্ষনের ফলাফল এবং সুপারিশসমূহ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি জহুরুল কাইয়ুম এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. মাসুদ রানা।

ওয়েব পোর্টাল পরিবীক্ষণ উপস্থাপন শেষে অন্যান্যের মাঝে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইব্রাহিম হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কে এম রেজাউল হক, অধ্যক্ষ মাজহার-উল মান্নান, এসকেএস ফাউণ্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলম, শিক্ষার্থী মেহেদী হাসান এবং জান্নাতুল ফেরদৌস জেমি প্রমুখ। এছাড়াও সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী, সনাক, ইয়েস এবং এসিজি সদস্যগণ উপস্থিত ছিলেন।

সভায় তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন, সেবা গ্রহীতা ও সেবা দাতারমধ্যে সুসম্পর্ক তৈরি, তথ্য অধিকার আইনে আবেদন করার সঠিকতা, সকল দপ্তরের ওয়েব সাইট নিয়মিত হালনাগাদ করার উপর গুরুত্বারোপ করা হয়। 

  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৯-২০২৫, সময়ঃ বিকাল ০৪:০২

গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন



নিজস্ব প্রতিবেদক►

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগিতায় রবিবার (২৮ সেপ্টেম্বর) এ আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ‘ডিজিটাল যুগে পরিবেশসংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভাপতিত্বে এবং সহকারী কমিশনার মো: আশরাফুল হকের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই টিআইবি ও সনাক কর্তৃক জাতীয় তথ্য বাতায়নের আওতায় গাইবান্ধা জেলার ৮৫টি দপ্তরের ওয়েব পোর্টাল পরিবীক্ষনের ফলাফল এবং সুপারিশসমূহ মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর-সিভিক অ্যানগেজমেন্ট মো. মাসুদ রানা। 

দিবসের তাৎপর্য এবং ওয়েব পোর্টাল পরিবীক্ষণ ফলাফল উপস্থাপন শেষে আলোচনা সভায় অংশগ্রহণ করে আলোচনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেজওয়ান আহম্মেদ, সনাক সভাপতি আফরোজা বেগম লুপু, সাবেক সনাক সভাপতি অধ্যাপক মাজহারউল মান্নান ও জহুরুল কাইয়ুম, এসকেএস ফাউন্ডেশনের সমন্বয়কারী আশরাফুল আলম, ফ্রেন্ডশীপের আঞ্চলিক সমন্বয়কারী ইউনুছ আলী প্রমুখ।

আলোচনা সভায় জেলার সরকারি অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী, সনাক, ইয়েস এবং এসিজি সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন, সেবা গ্রহীতা ও সেবা দাতার মধ্যে সুসম্পর্ক তৈরী, তথ্য অধিকার আইনে আবেদন করার সঠিকতা, সকল দপ্তরের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করার উপর গুরুত্বারোপ করা হয়। 

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব যাদব সরকার জেলার সকল অফিসের ওয়েবপোর্টাল দ্রুত হালনাগাদ করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।