• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫৭

গাইবান্ধার প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ



নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ বিতরণ করা হয়েছে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে আজ মঙ্গলবার (২২ আগস্ট) এ চেক বিতরণ করা হয়।

এসএসসি ও সমমান ২০২১ এবং এইচএসসি ও সমমান ২০২০ ক্যাটাগরিতে মনোনীত ১০ জন শিক্ষার্থীর মাঝে মোট ৩ লাখ ১৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন টিটিসি গাইবান্ধার অধ্যক্ষ প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার কবির হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক গাইবান্ধা শাখার ব্যবস্থাপক, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইএমও গাইবান্ধার সহকারি পরিচালক মোঃ নেশারুল হক।