• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৫৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাঘাটায় দোয়া মাহফিল



সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি►

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় দোয়া মাহফিল হয়েছে। 

আজ (রবিবার, ২৪ নভেম্বর) দুপুরে সাঘাটা ডিগ্রী কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ, থানা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সাবেক সভাপতি আব্দুল্যা আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু প্রমুখ।

দোয়া মাহফিল শেষে জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদ বিএনপির ৩১ দফার প্রচারপত্র জনসাধারণের মাঝে বিতরণের জন্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দর হাতে তুলে দেন।