• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৬-২০২৪, সময়ঃ বিকাল ০৩:১২

কৃষিতে উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ



নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষিতে দেওয়াসহ বিশেষ বরাদ্দ দিয়ে সারাবছর শ্রমজীবি-নিম্ন আয়ের মানুষের জন্য আর্মিরেটে রেশন সরবরাহের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষকেরা।

বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সহযোগী সংগঠন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের উদ্যোগে আজ (বৃহস্পতিবার, ৬ জুন) বেলা ১১টার দিকে শহরের ১নং রেলগেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কৃষকনেতা জাহিদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য মনজুর আলম মিঠু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের জেলা সংগঠক চপল সরকার, ওয়ারেছ মন্ডল রাংগা, কৃষ্ণ চন্দ্র পাল ও সবুজ মিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের মোট শ্রমশক্তির অর্ধেক কৃষি খাতে নিয়োজিত। অথচ সম্ভাবনাময় এই খাতটি সবচেয়ে অবহেলিত। সার, বীজ,কীটনাশক, সেচ, বিদ্যুৎসহ সকল কৃষি উপকরণের দাম ক্রমাগত বাড়ছে। কৃষক লাভজনক দাম তো দূরের কথা, ফসলের উৎপাদন খরচও তুলতে পারছে না। ফলে ক্ষুদ্র কৃষক জমি হারিয়ে ভূমিহীন এবং মাঝারি কৃষক গরীব কৃষকে পরিণত হচ্ছে। খরা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনাকালেও কৃষক ঝুঁকি নিয়ে উৎপাদন অব্যাহত রেখে ১৮ কোটি মানুষের মুখে অন্ন যুগিয়েছে।

নেতারা বলেন, সরকার যে কৃষি প্রণোদনার কথা বলছে তা ধনী কৃষক বা উৎপাদনের সাথে যারা যুক্ত নয় তারাই পাচ্ছে, দলীয়করণ- দুর্নীতির ফলে প্রকৃত কৃষক কিছুই পাচ্ছে না। কৃষি প্রধান বাংলাদেশে কৃষির সঙ্গে যুক্ত মানুষগুলোই সবচেয়ে বিপর্যস্ত। এ অবস্থা থেকে উত্তরণে আসন্ন জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ শতাংশ কৃষিতে দেওয়াসহ বিশেষ বরাদ্দ দিয়ে সারাবছর শ্রমজীবি-নিম্ন আয়ের মানুষের জন্য আর্মিরেটে রেশন সরবরাহের দাবি জানান বক্তারা।

শেষে সংগঠনের নেতারা এসব দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।