• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৫৬

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিক 



নিজস্ব প্রতিবেদক ►

কৃষক শ্রমিক জনতা লীগের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার শহরে র‌্যালি ও সংগঠন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মো. রাজু আহমেদ, সংগঠনের সদর উপজেলা আহবায়ক কামরুজ্জামান বুলেট, সাদুূল্যাপুর উপজেলা আহবায়ক আবু তাহের সায়াদ চৌধুরী উজ্জল, পলাশবাড়ি উপজেলা আহবায়ক অ্যাড. আলফ আরসালান খান, সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মো. সাজু মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলা আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুর রউফ।

 এছাড়াও অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলনের জেলা আহবায়ক আব্দুল মতিন আকন্দ, কৃষক আন্দোলনের জেলা আহবায়ক মো. জুয়েল মিয়া, নারী আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মোছা. রুনা আকতার, শ্রমিক সংগঠক আব্দুল মোত্তালিব মন্ডল, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি রিফাত চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইউনুছ আলী, শ্রমিক সংগঠক সেকেন্দার আলী, বেলাল হোসেন, ছাইদুর রহমান, বিউটি বেগম, রোজিনা আকতার, সুমাইয়া খানম, দেলোয়ার হোসেন প্রমুখ।