• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৬-২০২৫, সময়ঃ সকাল ১০:৪৪

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হার বাংলাদেশের



ক্রীড়া ডেস্ক►

এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। আজ (মঙ্গলবার, ১০ জুন) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় খেলা শুরু হয়।

প্রথমার্ধের ৪৪ মিনিটের গোলে লিড নেয় সিঙ্গাপুর। ৪৩ মিনিটে বাম প্রান্ত থেকে লম্বা থ্রো ইন করে সিঙ্গাপুর। বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমা পোস্ট থেকে বেরিয়ে এসে বলের নাগাল পেলেও পুরোপুরি গ্রিপ করতে পারেননি।

এ সুযোগে জর্ডান এমবইয়ের হেডে বল পান হারিস স্টুয়ার্ট। তার বাড়ানো বল বাংলাদেশের জালে ঠেলে দেন সং উই ইয়ান। হামজা চৌধুরি গোল লাইন ক্লিয়ারের চেষ্টা করলেও সক্ষম হননি।

প্রথমার্ধ শেষে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দুই দল সমানতালে লড়লেও বিরতির বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। আর এ সুযোগে ৫৮ মিনিটের মাথায় আরো একটি গোল দেয় সিঙ্গাপুর। ম্যাচের ৬৭ মিনিটে গোল পরিশোধ করে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে গোল পরিশোধ করেন রাকিব। তার শট সিঙ্গাপুরের গোলরক্ষক গ্রিপ করতে পারেন নি। কিপারের পায়ের নিচ দিয়ে বল জালে প্রবেশ করে। গোল পাওয়ার পর বাংলাদেশের খেলা উজ্জীবিত হওয়ার পাশাপাশি গ্যালারিতেও উল্লাসের জোয়ার নামে। সে সময় টানা কয়েকটি আক্রমণ হলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।