• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৪-২০২৩, সময়ঃ রাত ০৭:৪৭

ইদিলপুরে জুয়ার আসর থেকে ৪ জুয়ারু গ্রেফতার



সাদুল্লাপুর প্রতিনিধি ►

সাদুল্লাপুর উপজেলার  পীরেরহাট মেলার দিন শেষে গতকাল ৮ এপ্রিল  গভীর রাতে মেলা হতে ৩  কিঃমিঃ দুরে ইদিলপুর ইউনিয়নের  কাঁঠাল লক্ষীপুর গ্রামে জুয়ার আসর থেকে ৪ জুয়ারুকে গ্রেফতার করেছে পুলিশ। 

গোপন সংবাদ পেয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার ও  এস,আই তরিকুল ইসলাম সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ৪ জুয়ারুকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন,ঐ গ্রামেরতাসের উদ্দিনের পুত্র জুয়েল(৩৫)চাঁন মিয়ার পুত্র  বেলাল (৩২)রুহুল আমিনের পুত্র , হারুন অর রশিদ,ও ওয়াহেদ আলীর পুত্র ,বিলু  উল্লেখ্য যে ঐ এলাকায় প্রায়ই জুয়ার আসর বসে বলে এলাকার লোকজন জানিয়েছেন।

ধপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।