• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৩-২০২৫, সময়ঃ সকাল ১০:৪০

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত



ক্রীড়া ডেস্ক►

দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে জয় দিয়ে ফাইনালে উঠেছে ভারত। মঙ্গলবার (৪ মার্চ) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। 

টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৬৪ রানে সব উইকেট হারায় অজিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেছেন অ্যালেক্স ক্যারি। 

ভারতের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি। ২টি করে উইকেট নিয়েছেন ভারুন চক্রবর্তি ও রবীন্দ্র জাদেজা। 

জয় পেতে লক্ষ্য তাড়া করতে নেমে ভিরাট কোহলির ম্যাচ সেরা ৮৪ রানের ইনিংসে ভর করে ১ ওভার ৫ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেছেন শ্রেয়াস আইয়ার। 

অস্ট্রেলিয়ার পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নেথান এলিস ও অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট নিয়েছেন বেন ডওয়ারশুইস ও কুপার কনোলি।