• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-১-২০২৩, সময়ঃ রাত ০৭:৫২

অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের একাীভূতকরণ শীর্ষক সেমিনার  



সুন্দরগঞ্জ প্রতিনিধি ► 

টেকসই উন্নয়নের লক্ষে অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় একীভূতকরণে চ্যালেঞ্জ করণীয় শীর্ষক দিনব্যাপী  বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবেলিটিজ প্রকল্পের আয়োজনে আজ সোমবার রংপুর টিচার্স ট্রেনিং কলেজ হলরুমে সেমিনার অনুষ্ঠিত হয়। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবেলিটিজ প্রকল্প পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক প্রফেসর এস এম মতিন লস্কর, রংপুর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমজাদ হোসেন প্রমুখ। সেমিনারে রংপুর বিভাগের আটটি জেলার শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকসহ ১০০ জন অংগ্রহনকারি উপস্থিত ছিলেন।