Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৬-২০২৪, সময়ঃ রাত ০৮:৩৯
  • ৪৫ বার দেখা হয়েছে

ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল ও অব্যাহত থেমে থেমে বৃষ্টির কারণে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।

পানি বৃদ্ধির ফলে ফুলছড়ি উপজেলার এরেন্ডবাড়ী, ফজলুপুর, ফুলছড়ি, গজারিয়া, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ও হরিপুর এবং গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও ঘাগোয়া ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখ ঘাট পয়েন্টে ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একইভাবে ঘাঘট নদের পানি জেলা শহরের নতুন ব্রিজ পয়েন্টে ৩৩ সেন্টিমিটার এবং করতোয়ার পানি গোবিন্দগঞ্জ উপজেলার চকরহিমাপুর পয়েন্টে ৬৩ সেন্টিমিটার এবং তিস্তার পানি সুন্দরগঞ্জ উপজেলাসংলগ্ন কাউনিয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

গত সোমবার দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই পরিমাণ পানি বৃদ্ধি পায়। তবে কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad