Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৪৪ বার দেখা হয়েছে

জুলাইয়ের আকাঙ্ক্ষায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে না: মাসুদ রানা

জুলাইয়ের আকাঙ্ক্ষায় রাষ্ট্র পরিচালিত হচ্ছে না: মাসুদ রানা

নিজস্ব প্রতিবেদক►

জুলাই গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা থেকে মানুষ জীবন দিলো সেই আকাঙ্ক্ষার পরিপূরক রাষ্ট্র পরিচালিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা। 

দলটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (শনিবার, ১৯ জুলাই) দুপুরে গাইবান্ধায় আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি। 

শহরের ১ নম্বর রেলগেট এলাকায় দলটির জেলা কার্যালয় চত্বরে আয়োজিত স্মরণসভায় মাসুদ রানা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে মানুষের চাওয়া ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রা করার যে কথা ছিল, এই সরকারের পক্ষ থেকে তা শুরু করা হয়নি। এখনও গণহত্যার বিচার, আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন পর্যন্ত করা হয় নাই। যে আকাঙ্ক্ষা থেকে মানুষ জীবন দিলো সেই আকাঙ্ক্ষার পরিপূরক রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।”

তিনি আরও বলেন, বাংলাদেশে বাম আন্দোলনের একটা ভিন্ন ধারা প্রতিষ্ঠিত করেছেন মুবিনুল হায়দার চৌধুরী। এ কাজ করতে গিয়ে তিনি অত্যন্ত ঝুঁকি নিয়ে দেশের পথে-প্রান্তরে ছুটে বেড়িয়েছেন। তার সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের বিপ্লবী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে।

স্মরণসভায় বাসদ (মার্কসবাদী)’র জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য মাসুদ রেজা, জেলা সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, গোলাম ছাদেক লেবু, কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, মাহবুবুর রহমান খোকা ও পরমানন্দ দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র জেলা সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদুজ্জামান রব্বানী প্রমুখ।

বক্তারা বলেন, মুবিনুল হায়দার চৌধুরী মার্কসবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারাকে বাংলাদেশের মাটিতে প্রয়োগ করে বাম রাজনীতির একটি ভিন্ন ধারা তৈরি করেছেন। নিজে আজীবন উন্নত বিপ্লবী চরিত্রের সাধনা করেছেন এবং কমরডদের গড়ে তোলার জন্য এই চরিত্রের দিকেই তিনি সর্বোচ্চ মনযোগ দিয়েছেন। তার জীবন সংগ্রাম সারাদেশে তরুণ-যুবকদের মাঝে ছড়িয়ে দেয়া এবং তার শিক্ষা নিয়ে আগামীদিনে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এর আগে, সভার শুরুতেই মুবিনুল হায়দার চৌধুরীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। 

উল্লেখ্য, কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ৮৭ বছর বয়সে ২০২১ সালের ৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad